Friday, March 8, 2013

‘২৫শে মার্চের মধ্যে স্বাধীনতা দেয়া না হলে আমি ও শেখ মুজিব একযোগে আন্দোলন করব—আমরা প্রধানমন্ত্রী হতে যাব না। কারও বাপের শক্তি নাই স্বাধীনতা ঠেকায়

একাত্তরের ৯ মার্চ ঢাকা মহানগরী ছিল মিছিল ও সমাবেশে উত্তাল। শেখ মুজিবুর রহমানের আহ্বানে সর্বাত্মক অসহযোগে স্তব্ধ হয়ে পড়ে গোটা প্রশাসন। স্বাধিকার আন্দোলনের কর্মসূচি অনুযায়ী সচিবালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, হাইকোর্ট, জেলাকোর্টসহ বিভিন্ন অফিস-আদালতে হরতাল পালিত হয়। মার্চের একেকটি দিন যাচ্ছিল আর বীর জনতার একেকটি নতুন ইতিহাস রচনা হচ্ছিল।